স্টাফ রিপোর্টারঃ
চলতি মাসের ১২ তারিখ দিবাগত রাতে ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজকে নিয়ে যে অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে তা জনমনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তবে এ ব্যাপারে, অনেকেই বলছেন, ঘটনাটি সাজানো। কারণ এমন ঘটনায় পুরুষ-মহিলাকে একসাথে ধৃত করে তারপর অপবাদ দেয়া হয় কিন্তু রাজের ঘটনার ক্ষেত্রে এমনটা দেখা যায় নি। বরং রাজকে ঘটনার স্থান থেকে অন্য একটি বাড়িতে অমানবিক এর নির্যাতন এর ভিডিও দেখা গেছে। যেটা সেই মহিলার বাসা নয় কিংবা সেই ভিডিওতে মহিলার কোন সংশ্লিষ্টতাও কেউ দেখতে পায়নি।
এদিকে, ঘটনার পর থেকেই কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ ঘটনাটি পরিকল্পিত ও সাজানো বলে দাবী করে আসছে। এরই প্রেক্ষিতে, সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে আসছে।


অন্যদিকে, যেই মহিলাকে নিয়ে উক্ত ঘটনার সুত্রপাত বলা হচ্ছে, সেও উক্ত ঘটনাটিকে পুরো গল্পকথা বলে গণমাধ্যমকে জানান। সেই মহিলা আরও বলে, আমার সাথে রাজের সেই আরোপিত ঘটনাতো দূরের কথা, তার সাথে আমার দেখায় হয়নি।

