বিশেষ প্রতিনিধিঃ
গত ১২ জানুয়ারি দিবাগত রাত্রে ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে অমানবিক অত্যাচার করে ভিডিও অবতারণা করা হয়েছে -এমন দাবি নিয়ে কৃষক লীগ নেতারা ও এলাকাবাসী সোচ্চার রয়েছে। এ নিয়ে তারা দফায় দফায় মানববন্ধন সংবাদ সম্মেলন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। তারা অন্যায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে।
তারা বলেন, হাইব্রিড কাউয়াদের কারণে আজ ত্যাগী আওয়ামী লীগ নেতারা কোণঠাসা। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আজ আমরা পড়েছি। বিরোধীদলীয় থাকার সময় আমরা ছিলাম নির্যাতিত, আর এখন আমরা অবহেলিত। এরকম করে চলতে থাকলে আজ হয়তো সরকারে থাকার জন্য আমরা বুঝতে পারছি না কিন্তু যেদিন বিরোধীদলে যাব সেদিন সত্তিকারের আওয়ামী লীগ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। কারণ আজ যারা ত্যাগী আওয়ামী লীগ নেতা তাদেরকে কোণঠাসা করে একেবারে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা খোদ আওয়ামী লীগের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে। তাই এসব অন্যায় দুষ্কৃতিকারী হাইব্রিড আওয়ামী লীগের অতিদ্রুত চিহ্নিত করে দলের যেমন কঠোর অবস্থান নিতে হবে, তেমনি আইন প্রয়োগকারী সংস্থাকে এদেরকে আইনের আওতায় আনতে হবে।
