in , , , , , , , ,

স্টার মিডিয়ার তত্ত্বাবধানে স্টার মিডিয়া প্রেজেন্টস ক্ষুদে বিদ্যাসাগর

প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:
দুর্দান্ত টিভি কর্তৃক আয়োজিত স্টার মিডিয়া’র তত্ত্বাবধানে, কালো প্রকাশনা’র সার্বিক সহযোগিতায় শুরু হতে যাচ্ছে সাধারণ জ্ঞান ভিত্তিক অনলাইন প্রতিযোগিতা “স্টার মিডিয়া প্রেজেন্টস ক্ষুদে বিদ্যাসাগর”। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মহানন্দা টাইমস।

শিশুদের জ্ঞান বৃদ্ধিতে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্ব নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। “বুদ্ধি খাটাও,
আর হয়ে যাও ক্ষুদে বিদ্যাসাগর”

সাধারণ জ্ঞান/আইকিউ ভিত্তিক অনলাইন প্রতিযোগিতা “ক্ষুদে বিদ্যাসাগর” এ অংশগ্রহণ এর নিয়মাবলি:

১/ তৃতীয় শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণিতে অবস্থানরত(নিজ নিজ বিভাগ হতে) যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

২/ প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

৩/ প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নাম্বার, ই-মেইল এড্রেস এবং ফেসবুক আইডি ব্যবহার করতে হবে।

৪/ একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।

৫/ ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।

৬/ সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)।

৭/ প্রশ্ন থাকবে ১০ টি। সকল প্রশ্ন এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।

৮/ একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে লটারী করা হবে।

৯/ ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের তালিকা দুর্দান্ত২৪.কম এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

১০/ যে কোন প্রতিযোগীকে লগইন করার পর ফরম ফিল আপ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

What do you think?

-2 points
Upvote Downvote
Shahin Alam

Written by Shahin Alam

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী বিমানবন্দরে বিমান দুর্ঘটনা